চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় অভিযান পরিচালনা করে ফিটনেসবিহীন ৬টি গাড়ি মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, অভিযানে ৬টি মামলা হয়েছে। এর মধ্যে ফিটনেসবিহীন বাস, রাইডার ও লেগুনা রয়েছে। এসব মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিন বিআরটিএ কার্যালয়ে পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩২৮ প্রশিক্ষণার্থীর মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. রইছ উদ্দিন, বিআরটিসি ট্রাক ডিপো, বায়েজিদের ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, বিআরটিএ চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খীসা ও মেহেদী হাসান এবং সহকারী মোটরযান পরিদর্শক আবু নাঈম।
বিডি প্রতিদিন/এএম