চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু’র উদ্যোগে বিনামূল্যে স্থানীয়দের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। রবিবার মিরসরাইয়ের পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় শতাধিক এলাকাবাসী বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন। সকালে কর্মসূচির উদ্বোধন করেন হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান।
পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী অধিকারীর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স্বর্ণকমল বড়ুয়া ও সাবেক সভাপতি মানিক বড়ুয়া।
এছাড়াও সংগঠনের সহসভাপতি রিগান বড়ুয়া, সদস্য অভিজিৎ, নিলয়, সৌভিক, শুভ, সাম্য ও অমিত বড়ুয়া কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ১৯৯৯ সালে বাংলাদেশ সরকারের নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বিভিন্ন জনহিতকর কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সংগঠনটি। এর মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি একটি নিয়মিত উদ্যোগ, যা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নানা উদ্যোগে এই সংগঠন দীর্ঘ সময় সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই