আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর নূরকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে তার নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, কানাডায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূরকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৫/ রশিদা