রাজধানীর আদাবরের ১৪ নম্বর রোডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত যুবকের (৩৫) পরিচয় মিলেছে। তার নাম ওসমান হাওলাদার। পেশায় তিনি ছিলেন রিকশাচালক।
সোমবার সকালে নিহত ওসমান হাওলাদারের স্ত্রী রুমি আক্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন।
ওসমান ঝালকাঠি জেলার দেউরি গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। থাকতেন আদাবর নবীনগর হাউজিংয়ের ১২ নম্বর রোডে।
স্ত্রী রুমি আক্তার জানান, রবিবার রাতে তার স্বামী রিকশা নিয়ে বাসায় ফেরেননি। সোমবার সকালে খবর পেয়ে হাসপাতালে এসে তার লাশ শনাক্ত করেন।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ওই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল। সোমবার ভোর ৬টার দিকে ওসমান হাওলাদারকে তিনি ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গলায় ও বুকে পাঁচটি ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে তার রিকশা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
তবে কারা কী কারণে ওই যুবককে হত্যা করেছে তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর ২০১৫/ এস আহমেদ