চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের পর স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্রদের সোমবার বিকাল ৫টার মধ্যে এবং ছাত্রীদের মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
জানা যায়, সোমবার দুপুরে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঠিক কী কারণে কাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৫/ রশিদা