খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার বিকেলে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এর ৬০ নম্বর ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হয়।
তার বিরুদ্ধে দু’টি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় এ আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবদুর রউফ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত চিঠি সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন