সিলেট নগরীর লামাবাজারে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে দুই যুবককে। সোমবার দুপুর ১টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন: খুলিয়াপাড়ার সেকিল (১৮) ও একই পাড়ার সেলিম (১৮)।
আহত শেকিলের অভিযোগ, তার বোনকে উত্যক্ত করতো একই এলাকার সবুজ নামের এক বখাটে। এর প্রতিবাদ করায় সোমবার সবুজের নেতৃত্বে রাসেল, সাবুসহ ৮/১০ জন সন্ত্রাসী লামাবাজার এলাকায় তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা চাপাতি দিয়ে তার বাম পায়ে দুইটি কোপ ও ডান পায়ে ছুরিকাঘাত করে। এসময় তার সঙ্গে থাকা একই এলাকার সেলিমকেও ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ রানা জানান, আহত ও হামলাকারী উভয়ই এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে।
তবে স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে উভয় পক্ষই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য নিয়ে হামলার ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৫/ রশিদা