সিলেটের তারাপুর চা বাগানের ভেতরের একটি ছড়া থেকে ৪টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে বোমাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তারাপুর চা বাগানের গোয়াবাড়ি এলাকার একটি কলোনির মেয়ে ছড়ার মধ্যে বোমাগুলো পড়ে থাকতে দেখে তার মাকে দেখায়। তার মা আশপাশের লোকদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা জালালাবাদ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে।
বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৫/ রশিদা