চট্টগ্রামের আগ্রাবাদ ১৬ নং ওয়ার্ড এলাকায় ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি নিয়ে নগরীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগর ছাত্রলীগের সদস্য জালাল উদ্দিন রানা ওরফে ফক্স রানা’র গ্রুপ এবং এবং সিআরবির আলোচিত লিমনের অনুসারী ছাত্রলীগ নেতা স্থানীয় নেতা সানজিদ-রিফাতের গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, ফুটপাতের দোকান থেকে স্থানীয় যুবকরা টাকাপয়সা নেয়। সেটার ভাগবাটোয়ারা নিয়ে ফক্স রানা এবং সানজিদ-রিফাতের গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল। তবে এখন পরিস্থিতি শান্ত আছে। পুলিশের তিনটি টিম ঘটনাস্থলে আছে।
এছাড়া আজ বিকালে নাসিরাবাদ বয়েস স্কুলের সামনে অবৈধ ফুটপাত দখলমুক্ত করেছে কোতোয়ালী থানা পুলিশ। এগুলোর দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যে মারামির ঘটনা ঘটেছিল। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি জসিম উদ্দিন।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন