প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার বিচার দাবি ও প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক রণদীপম বসু ও কবি তারেক রহিমকে হত্যাচেষ্টার প্রতিবাদে সারা দেশের ন্যায় সিলেটেও গণজাগরণ মঞ্চের ডাকা আধাবেলা হরতাল চলছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয় হরতাল কর্মসূচি। সকাল সোয়া ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। তবে নগরীর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৫/ রশিদা