মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্যানেল মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাসকে।
মঙ্গলবার দুপুরে দাপ্তরিক এক পত্রের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ।
গোকুল কৃষ্ণ ঘোষ জানান, সিটি করপোরেশন আইন-২০০৯’র ১২ (২) উপধারা (১) অনুযায়ী, সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য (মেয়র-১) ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাসকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে যান। যা মঙ্গলবার দুপুরে একটি পত্রের মাধ্যমে তিনি আনিসুর রহমান বিশ্বাসকে অবহিত করেছেন। ইতিমধ্যেই তিনি (আনিসুর রহমান বিশ্বাস) মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছেন।
এর আগে সোমবার বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, ২০০২ সালের ২৫ এপ্রিল থেকে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন আনিসুর রহমান বিশ্বাস। সর্বশেষ ২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে জয় লাভের পর তিনি ৩ অক্টোবর প্যানেল মেয়র নির্বাচনে ১ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৫/মাহবুব