বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও বেসামরিক প্রশাসনকে ‘বিস্ফোরক’ ও ‘মাদকদ্রব্য’ শনাক্তে সহায়তার উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর প্রশিক্ষিত ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিজিব সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিজিবির প্রশিক্ষিত ডগ হ্যান্ডলার দ্বারা পরিচালিত পৃথক একটি ডগ স্কোয়াড প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৫/মাহবুব