হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি সোনার বারসহ মো. রায়হান নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, দুবাই থেকে বিজি ০৪৮ নম্বর ফ্লাইটে মঙ্গলবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন রায়হান। তার পাসপোর্ট নম্বর এডি ৮০১৩৬২১।
বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ ৫ এলাকা থেকে আটক করে তার দেহ তল্লাশী করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তল্লাশীতে তার জুতার ভেতর থেকে প্রতিটি ১০ তোলা ওজনের ১২টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৪০০ গ্রাম। এসব সোনার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন