জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ ছাত্রকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দেওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা শিক্ষার্থীরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো. অলি হোসেন জনি (জনি রহমান), গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান ইমন, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থপনা বিভাগের খলিলুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত থাকায় ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইনের পরিপন্থী।
জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সোমবার ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের ২০৩ নম্বর কক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষায় অন্য শিক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন ওয়ালিউর হোসেন। প্রবেশপত্রের ছবির সঙ্গে মিল না পেয়ে ওই কক্ষের পরিদর্শক তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই কক্ষের পাশেই ঘোরাঘুরি করছিলেন ঢাবি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি খলিলুর রহমান। এক পর্যায়ে সে পরীক্ষার হলে ঢুকে ওয়ালিউরকে পালিয়ে যেতে বলে। নিরাপত্তাকর্মীরা দুজনকে আটক করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় মাহফুজুর রহমানও জড়িত বলে জানায়।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৫/মাহবুব