বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের পার্ট-২ এ ডিভিশন ভবনে রাখা হয়েছে তাকে।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ঢাকা থেকে আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাশিমপুর কারাগার পার্ট-২ এ আনা হয়। ঢাকা থেকে প্রিজনভ্যানে করে তাকে কারাগারে আনা হয়।
উল্লেখ্য, অগ্নি সংযোগের কয়েকটি মামলায় মির্জা ফখরুল গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন সংশ্লিষ্ট বিচারক। এর আগে ২ নভেম্বর সংশ্লিষ্ট মামলায় জামিন চেয়ে আবেদন করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা নামঞ্জুর করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর ২০১৫/শরীফ