যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক কনস্টেবলকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হামলায় আহত আরেক পুলিশ সদস্যকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে প্রকাশক হত্যাকাণ্ড এবং পুলিশের ওপর হামলা সব কিছুই একই সূত্রে গাঁথা। একটি মহল যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য কখনো আইএস, কখনো আনসারুল্লাহ বাংলা টিম প্রভৃতি নামে এসব হামলা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে খুব শিগগিরই পুলিশ কর্মকর্তারা তাদের করণীয় ঠিক করবেন। কেউই আইনের হাত থেকে রক্ষা পাবে না।’
এর আগে, বুধবার সকালে সাভােরের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া চেকপোস্টে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশের ওপর হামলা চালায় মোটরসাইকেল যোগে আসা কয়েকজন দুর্বৃত্ত। এতে পুলিশের এক সদস্য নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। তাকে নাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব