সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর প্রশিক্ষিত ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে ডগ স্কোয়াডসহ বিজিবির ৬ সদস্য মোতায়েন করা হয়।
বুধবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের হলরুমে সংবাদ সম্মেলনে বিজিবি-৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর লুৎফুল করিম ডগ স্কোয়াড মোতায়নের কথা জানান।
তিনি বলেন, ওসমানী বিমানবন্দরে ডগস্কোয়াডসহ বিজিবি সদস্যরা সার্বক্ষণিক মোতায়েন থাকবে। তারা পর্যায়ক্রমে রুটিন করে দায়িত্ব পালন করবেন।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব