ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় আরো ৩ জনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
আজ বুধবার দুপুরে মামলার শুনানিকালে ওই তিনজনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক। এছাড়া ওই তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। আদালত আগামী ১৯ নভেম্বর রিমান্ডের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
এদিকে, শ্যোন অ্যারেস্ট দেখানো তিনজনই ঢাকায় নিহত ব্লগার অভিজিৎ হত্যা মামলার আসামী। তারা হলেন- দুলাল বিশ্বাস, আবুল হাসান ও জাফরান হাসান। এ নিয়ে অনন্ত বিজয় হত্যা মামলায় ১২ জনকে গ্রেফতার দেখানো হলো। তন্মধ্যে ফটো সাংবাদিক ইদ্রিস জামিনে আছেন এবং মান্নান রাহি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত হত্যা মামলায় ফটো সাংবাদিক ইদ্রিস আলী, শাবিপ্রবি’র ছাত্র মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়ের নামক একজনকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। অনন্ত হত্যার পর ওই রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে তার বড়ভাই রত্নেশ্বর দাশ বাদি হয়ে সিলেট নগরীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে বিমানবন্দর থানা পুলিশ তদন্ত করলেও হত্যাকান্ডের ১৪ দিনের মাথায় দায়িত্বভার যায় সিআইডিতে।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন