রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম লিলনকে হত্যার প্রতিবাদে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের দাবি একটাই, সবার প্রিয় শিক্ষক হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে খুঁজে শাস্তি দিতে হবে। লোক দেখানো বা কোনো রকম গড়িমসি যেন না হয় সেটা প্রশাসনকে নিশ্চয়তা দিতে হবে।’
গত বছরের ১৫ নভেম্বর শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিহাস এলাকায় কয়েকজন দুর্বৃত্ত শফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রাবির রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তের দায়িত্ব পান ওই থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন। কিন্তু তদন্তে অগ্রগতি না হওয়ায় গত ২১ জানুয়ারি অধ্যাপক শফিউল হত্যাকাণ্ডের তদন্তভার নগর গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন