রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদ চত্বরে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় র্যাব-৫ এর বোমা বিশেষজ্ঞ দল গ্রেনেডটি উদ্ধার করে।
বোমা বিশেষজ্ঞ দলের নেতৃত্বে থাকা র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহিম জানান, ‘গ্রেনেডটি অনেক শক্তিশালী। তবে ধারণা করা হচ্ছে অনেক দিন পড়ে থেকে মরিচা ধরে নিষ্ক্রিয় হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে কেন্দ্রীয় মসজিদ চত্বরে গ্রেনেডটি পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন নগরীর মতিহার থানায় খবর দেয়। পরে পুলিশ এসে জায়গাটি ঘিরে রাখে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, ‘মসজিদ চত্বর থেকে গ্রেনেড উদ্ধার হওয়া চিন্তার বিষয়। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে বলেছি। তারা বিষয়টি খতিয়ে দেখবে।’
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন