লোহাগাড়া উপজেলার চুনতি থেকে কফিল উদ্দিন ভুট্টো (২২) নামে এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১২টি মামলা রয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে তাকে লোহাগাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
এসময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ নাঈমুল হাছান জানান।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, শিবির ক্যাডার ভুট্টো লোহাগাড়া এলাকায় সংঘটিত বেশ কয়েকটি নাশকতা ঘটনায় অংশ নিয়েছিল। বিভিন্ন গ্রাম থেকে লোকজন জড়ো করে মহাসড়কে নাশকতার জন্য নিয়ে আসত সে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন