আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেল্থ এন্ড ডিসিপ্লিন এর রির্পোটের আলোকে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তাঁর নির্বাহি ক্ষমতা বলে এই দুজনকে সাময়িক বহিষ্কার করেন।
বহিস্কৃত দুই শিক্ষার্থীরা হলেন ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মিজানুর রহমান খান ও চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হায়দার হোসাইন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (তথ্য) স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন