দায়িত্বে অবহেলার অভিযোগে সাভারের আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার বিকেলে তাকে প্রত্যাহার করে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে নেওয়া হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির রাতে বিষয়টি জানান।
তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই হাবিবুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তবে, এর বেশি কিছু বলেননি ওসি।
বুধবার সকালে নবীনগর-কালিয়াকৈর সড়কের বাড়ইপাড়া চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় মুকুল নামে আশুলিয়া থানার এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও চার পুলিশ সদস্য। ওই ঘটনার পরই এসআই হাবিবুর রহমানকে প্রত্যাহারের সিদ্ধান্ত এলো।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন