গত কয়েকদিন আগে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হওয়ার পর রাজধানীর পল্লবী কালশী রোডে ফের সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার একটি যাত্রীবাহী বাসের চাপায় শিমুল (২০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মঈনুল কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব