বিপিএসসি'র মাধ্যমে নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পঞ্চমবারের মতো অবস্থান ধর্মঘট করছেন বেকার নার্সরা।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিনা আকতার ও মহাসচিব ফারুক হোসাইনের নেতৃত্বে অবস্থান ধর্মঘট শুরু হয়।
এর আগে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চারবার দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন বেকার নার্সরা। নার্স নিয়োগে আগের চলমান নিয়ম বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতা ভিত্তিতে নিয়োগের দাবিতে এ অবস্থান কর্মসূচি বলে জানান ধর্মঘট আহ্বানকারীরা।
তারা আরও জানান, প্রায় তিন হাজার পাঁচশ নার্স চাকরিতে যোগদানের নির্ধারিত বয়স অতিক্রম করেছেন। ২০০৬ সালে পাস করা ডিপ্লোমা নার্সদের অর্ধেকের চাকরি হয়েছে। কিন্তু বাকি অর্ধেক নার্সদের নিয়োগে নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। একই ব্যাচে দুই নিয়ম অমানবিক বলে দাবি করে তারা বলেন, ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগে জোরালো দাবি ও সমর্থন রয়েছে সকল ব্যাচের নার্সদের।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৬/ রশিদা