সিলেটে গ্রুপ বদল করায় নিজদলের এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ ক্যাডাররা। গুরুতর আহতাবস্থায় কাজী হাবীব নামের ওই ছাত্রলীগ কর্মীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হাবীব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্টির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। মঙ্গলবার বেলা ১২টার দিকে ইউনিভার্সিটির ফটকের সামনে হামলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, কাজী হাবীব শামীমাবাদ এলাকায় ছাত্রলীগ নেতা সাগরের গ্রুপের কর্মী ছিলেন। সম্প্রতি তিনি মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার গ্রুপে যোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে সাগর অনুসারীরা কাজী হাবীবের ওপর হামলা চালান।
হামলা প্রসঙ্গে ছাত্রলীগ নেতা সাগর জানান, কাজী হাবীবের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ ছিল। ইউনিভার্সিটির সামনে তাকে পেয়ে ইভটিজিংয়ের ব্যাপারে ছাত্রলীগ নেতাকর্মীরা জিজ্ঞাসা করেন। তখন সে উত্তেজিত হয়ে ওঠছে নেতাকর্মীরা তাকে মারধর করেন।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৬/ রশিদা