রাজশাহী মহানগরীর সপুরা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
আটক ওই যুবকের নাম সৌরভ হোসেন (৩০)। তিনি মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা এলাকার সিদ্দিক রহমানের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ সৌরভকে হাতেনাতে আটক করে।
এ সময় সৌরভের কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে থাকা ২টি মোবাইল সেটও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বর্তমানে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন