শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদ পেয়ে এক যাত্রীর কাছ থেকে ড্রোন ও সিকিউরিটি স্ট্যান গান উদ্ধারসহ তাকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যাত্রীর নাম মো. সোলায়মান (৩২)।
অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন জানান, পটিয়া উপজেলার ওই যাত্রী দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন সংবাদ ছিল তার সাথে বেআইনি পণ্যসামগ্রী রয়েছে। বুধবার সকালে তার লাগেজ পরীক্ষা-নিরীক্ষা করে ২ দশমিক ৪ গিগাহার্টজের ক্যামেরাযুক্ত একটি ড্রোন এবং ১ মিলিয়ন ভোল্টেজের ইলেকট্রিক শক দেওয়ার ক্ষমতাসম্পন্ন একটি সিকিউরিটি স্ট্যান গান পাওয়া যায়। এ ঘটনায় সোলায়মানকে গ্রেফতার করা হয়।
তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গেছে। ড্রোন দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপন স্থাপনার ছবিসহ উপর থেকে ছবি ধারণ করা যায়। আর স্ট্যান গান দিয়ে মানুষকে দ্রুত অজ্ঞান করা যায়। এসব মালামাল আনার বিষয়ে সোলায়মান কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশের আকাশে খেলনাসহ যে কোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, ‘শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা পটিয়ার বাসিন্দা দুবাই প্রবাসী বিমানের এক যাত্রীকে ড্রোন, এলইডি লাইট ও অজ্ঞান করার যন্ত্রসহ আটক করে থানায় হস্তান্তরর করেছেন। এঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আমরা রিমান্ডে এনে এসব যন্ত্র আনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করব।’ জব্দ হওয়া যন্ত্রগুলো কাস্টমসের নিলাম শাখায় জমা দেয়া হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি, ২০১৬/ রশিদা