হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি ৫শ’ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ এক দম্পতিকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আজ বুধবার দুপুরে বাংলাদেশ বিমানের বিজি-০৪৬ ফ্লাইটের যাত্রী ওই দম্পতিকে স্বর্ণের বারসহ আটক করা হয়।
ঢাকা কাস্টমসের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, ওই নারীর কোমরে ১২টি গোল্ড বার পাওয়া গেছে এবং তার স্বামীর পকেটে ছিল ১টি।
তিনি আরো জানান, এছাড়া বিমানবন্দরে তার্কিস এয়ারলাইন্সের একটি ইস্তাম্বুল-দুবাই-ঢাকা ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৭১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ