সিলেট নগরী থেকে সুটকেস বন্দি এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে নগরীর মদিনা মার্কেটস্থ পল্লবী আবাসিক এলাকার একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে শিশুটির পরিচয় জানা যায়নি।
জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, স্থানীয় কয়েকজন পথশিশু সুটকেসের ভেতর ৭-৮ বছরের একটি শিশুর লাশ দেখে আশপাশের লোকজনকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি, ২০১৬/ রশিদা