হয়রানি ও অনিয়মের অভিযোগে নগরীর খুলশীর জাকির হোসেন সড়কের বিজিএমইএ ভবন ঘেরাও করেছেন চিটাগাং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির শিক্ষার্থীরা।
ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণের দাবি তোলে বুধবার সকাল থেকে ভবনটি ঘেরাও করে রাখে শিক্ষার্থীরা।
ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান-দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের নানাভাবে হয়রানি ও অনিয়ম করে আসছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও কতিপয় কর্মকর্তা। এ কারণে ইনস্টিটিউটের ভাবমূর্তি ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই আমরা বাধ্য হয়ে অধ্যক্ষের অপসারণের এক দফা দাবিতে আন্দোলন করছি। বিজিএমইএ পরিচালনা পর্ষদ যতক্ষণ অধ্যক্ষের অপসারণের দাবি মেনে নেবেন না, ততক্ষণ আন্দোলন চলবে।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন