প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের সুচিকৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদানের চেক প্রদান কররেছেন।
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতির ভাষণের পর এই চেক হস্তান্তর করেন শেখ হাসিনা। চিকিৎসাধীন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদ চেক গ্রহণ করেন। এসময় বিএফইউজের মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক শাবান মাহমুদ উপস্থিতি ছিলেন।
শাবান মাহমুদ পরে সাংবাদিকদের জানান, চেক প্রদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলতাফ মাহমুদের চিকিৎসার খোঁজ খবর নেন ও তার আশু আরোগ্য কামনা করেন। তিনি সাংবাদিক নেতার পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, আমি তার সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।
আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৩১১ নং কেবিন চিকিৎসাধীন রয়েছেন। তিনি অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন