চট্টগ্রামে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের হাতে নারী আইনজীবী নিশাত সুলতানাকে লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয় পড়লে কয়েক’শ আইনজীবী বিক্ষোভ প্রদর্শন করে এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের গাড়ি পার্কিংয়ের জন্য চিহ্নিত করার স্ট্যান্ডগুলো উপড়ে ফেলেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় তাৎক্ষণিকভাবে আইনজীবীদের গাড়ি রাখার স্থান বলে কাগজ সাঁটিয়ে দেন। এ ঘটনায় জরুরি সাধারণ সভা ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরসহ বিভিন্ন সিদ্ধান্তও নিয়েছে আইনজীবী সমিতি। সমিতির এক জরুরী সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুজিবুল হক।
আজ বুধবার জেলা প্রশাসকের সামনে আইনজীবীর গাড়িচালকের সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মচারীর হাতাহাতি হয়। এ সময় নিশাত নামের এক আইনজীবী বাধা দিতে গেলে লাঞ্ছিত হন এবং তার হাতে জখম হয়।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মো. এনামুল হক বলেন, নারী আইনজীবী নিশাত সুলতানার গাড়িচালককে মারধর এবং প্রতিবাদ করতে গিয়ে নিশাত লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ করেছেন। এরপর সমিতির পক্ষ থেকে জরুরি সাধারণ সভা ডাকা হয়। ব্যাপক আলোচনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে নিশাতের ওপর হামলাকারীদের ডিসি অফিসের স্টাফদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের, আদালত ভবনের প্রবেশমুখে তোরণ নিয়ে মামলার প্রেক্ষিতে যে সিদ্ধান্ত হয়েছিল তা বাস্তবায়ন ইত্যাদি।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন