রাজধানীর খিলগাঁও মেরাদিয়া নবীনবাগ এলাকার একটি বাসা থেকে পলি আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।
বুধবার রাত ৮টার দিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, নবীনবাগ এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে বি-বাড়িয়া জেলার শরাইল থানাধীন মো. খোরশেদ আলম এর মেয়ে।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, প্রেমঘটিত কারণে সে অাত্মহত্যা করতে পারে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন