সাবেক ছাত্রলীগ নেতা মেহেদি হাসান বাদল হত্যা-মামলার আসামি নুরুকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপুর আদালতে আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, আসামি নুরু উচ্চ আদালত থেকে সাত দিনের জামিন নিয়েছিলেন। এরপর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু আসামি আত্মসমর্পণ করেনি। বুধবার আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন