কুমিল্লার চান্দিনা উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার রাত পৌনে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকা থেকে ঢাকামুখী ওই গাড়িটি আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, রাতে মাধাইয়া এলাকায় ঢাকামুখী ওই গাড়িটিকে গতিরোধের সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত না মেনে গাড়িটি ছুটতে শুরু করে। পরে কুটুম্বপুর এলাকায় গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। পরে পুলিশ গিয়ে গাড়ির পেছনের বক্সে রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান এসআই।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন