রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডাক্তার আয়েশা সিদ্দিকি হলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিন তলার ৩০৫ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কক্ষের সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়েন্ত্রণে নিয়ে আসে।
রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, হোস্টেলের ৩০৫ নম্বর তালাবদ্ধ কক্ষের ভেতরে থাকা হিটারের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। হোস্টেলের প্রতিটি কক্ষেই দুই-তিনটি করে রান্না করা হিটার আছে। ওই হিটার দিয়েই ছাত্রীরা রান্না করে থাকেন।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৬/ রশিদা