ঢাকার কল্যাণপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি থেকে বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিনমাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা দেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ।
রিট আবেদনটি করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড ট্রাস্ট সার্ভিসেস (ব্লাস্ট)।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিটি করপোরেশনের পক্ষ থেকে বস্তি উচ্ছেদ করতে গেলে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে বাধা উপেক্ষা করেই বেলা ১২টার দিকে পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করেন গণপূর্তের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৬/ রশিদা