পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক মুঠোফোন বার্তায় এই সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
প্রসঙ্গত, গণহত্যার দায় অস্বীকার ও কূটনৈতিক শিষ্ঠাচার ভঙ্গের প্রতিবাদে বুধবার দুপুরে পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে গেলে গুলশান-২ গোল চত্বরে গণজাগরণ মঞ্চের কর্মীদের বাধা দেয় পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন ডা. ইমরান এইচ সরকার।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব