গাজীপুরের শ্রীপুরে ৬ বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিব (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
গত তিনদিন আগে ওই শিশুকে ধর্ষণের পর ২১ জানুয়ারী বৃহস্পতিবার ধর্ষণের ঘটনা প্রকাশ পায়। পরে এলাকাবাসী অভিযুক্ত শাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শাকিব ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মরিচ আলী গ্রামের মুনসুর আলীর ছেলে। সে সপরিবারে মাওনা চৌরাস্তা নবী ভুঁইয়ার বাড়িতে ভাড়া থেকে পাশের মনিরের দোকানে কাজ করে।
শিশুর বাবা জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুর যৌনাঙ্গ দিয়ে রক্ত ঝড়া শুরু করে। পরে তার মা জিজ্ঞাসা করলে শাকিব তাকে ধর্ষণ করেছে বলে জানায়। অভিযুক্ত শাকিব শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে মঙ্গলবার তার দোকানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এর আগেও কয়েকদিন তাকে ধর্ষণ করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, ধর্ষণের খবর প্রকাশ হলে এলাকাবাসী অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব