চট্টগ্রাম মহানগরে ব্যক্তি মালিকানাধীন জায়গা, স্থাপনা ও ভবনের ওপর স্থাপিত ইউনিপোল, বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার সরিয়ে ফেলতে সাত দিনের আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এ অনুরোধ জানান।
বিবৃতিতে বলা হয়, সবুজ-পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন নগরীর স্বার্থে নগরীতে ক্রাশ প্রোগ্রাম চলছে। দেশ-বিদেশে চট্টগ্রমের গুরুত্ব বিবেচনায় নগরীকে স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজের নগরীতে পরিণত করার প্রত্যয়ে এ প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। নগরবাসীর সার্বিক সহযোগিতায় চসিক প্রতিদিন অবৈধ স্থাপনা, ইউনিপোল, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ইত্যাদি অপসারণ করছে। তবে নগরীর ব্যক্তিমালিকাধীন বিভিন্ন জায়গা, স্থাপনা এবং ভবনে স্থাপিত বিলবোর্ড, সাইনবোর্ড, ইউনিপোল, ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড ইত্যাদি এখনও শোভা পাচ্ছে। যা নগরীর সৌন্দর্য হানিকর ও দৃষ্টিকটু।
''তাই এসব স্থাপনা ভবনের মালিকদের সাত দিনের মধ্যে ইউনিপোল, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ইত্যাদি সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে।''
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব