কুমিল্লার মেঘনা উপজেলায় মনিকা আক্তার (১৬) এক কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর তার গলা কাটা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়কান্দা ইউনিয়নের কান্দারগাঁও এলাকার বিল থেকে লাশটি উদ্ধারেরন পর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মনিকা আক্তার উপজেলার কান্দারগাঁও গ্রামের মো. হালিম মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই উপজেলার নলচর গ্রামে তিন বছর আগে তার বিয়ে হয়। বিয়ের মাত্র দেড় বছরের মাথায় পারিবারিকভাবে উভয়ের সম্পর্ক ভেঙ্গে যায়। গত বুধবার রাত ৮টা থেকে সে নিখোঁজ হয়। বাবা-মা তাকে অনেক খোঁজাখুজি করেও পায়নি।
স্থানীয়রা কান্দারগাঁও বিলের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিলের খড়কুঁটোর মধ্যে লুকানো অবস্থা থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান সিকদার জানান, কান্দার গাঁও বিল থেকে উদ্ধার করা কিশোরীর লাশের মুখের ভেতরে ওড়না দিয়ে ঠাসা ছিল। প্রাথমিকভাবে মনে হয়েছে মুখের ভেতরে ওড়না দিয়ে শ্বাসরোধে তাকে হত্যার পর গলা কাটা হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব