জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সপ্তাহে দুই দিন সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্তের ভিত্তিতে প্রশাসনের কাছে এ দাবি বাস্তবায়নের জন্য সুপারিশ করে শিক্ষক সমিতি।
এদিকে এ দাবির যৌক্তিকতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ গোটা ক্যাম্পাস জুড়ে চলছে সমালোচনার ঝড়। বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ এ দাবির বিরোধিতা করেছেন।
অনিয়মিত ক্লাস-পরীক্ষায় তীব্র সেশন জটে রয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিভাগ। এরমধ্যে শিক্ষকদের সপ্তাহে দুইদিন ছুটির এ দাবি বাস্তবায়ন হলে আরো সেশন জটে পড়বে বলে মনে করেন শিক্ষার্থীরা।
তারা বলছেন, নিজেদের সুবির্ধাতে সান্ধ্যকালীন কোর্স এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস নেওয়ার কথা মাথায় রেখে শিক্ষকরা এ দাবি জানিয়েছে।
এদিকে এ দাবির বিরোধিতা করে প্রত্নতত্ব বিভাগের সহকারী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করে বলেন, বিশ্ববিদ্যালয়তো সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টাই খোলা থাকা উচিত। ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান বলেন, এ দাবির কোন প্রয়োজন নেই। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের অনেকেই এ দাবির বিরোধিতা করেছেন।
উল্লেখ্য, জাবিতে এর আগে দুই দফা সাপ্তাহিক ছুটি দুইদিন করার উদ্যোগ নেওয়া হলেও শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে সপ্তাহে ছয়দিন ক্লাশ-পরীক্ষা চালু রাখায় সে উদ্যোগ কার্যকর হয়নি।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৩