বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি ও ভাতা পরিশোধে অর্থ বরাদ্দ দেওয়ার ঘোষণার পরও যেসব শ্রমিক আন্দোলন অব্যাহত রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মির্জা আজম বলেন, ‘রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর উন্নয়নসহ সকল শ্রমিকের বকেয়া মজুরি ও ভাতা পরিশোধের জন্য বাংলাদেশ জুট মিলস করপোরেশনকে (বিজেএমসি) এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয় থেকে এ অর্থ পেতে কিছু দিন সময় লাগবে। তাই বিজেএমসির নিজস্ব তহবিল থেকে বুধবার শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি পরিশোধের জন্য বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা দেওয়া বরাদ্দ (এক হাজার কোটি টাকা) হাতে পাওয়ার পর শ্রমিকদের সকল বকেয়া মজুরি পরিশোধ করে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এ ঘোষণার পরও খুলনা অঞ্চলের বিভিন্ন জায়গায় শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন, যা মোটেও কাম্য নয়। তাই সবাইকে অনুরোধ করছি, আন্দোলন ছেড়ে আগামীকাল বুধবার থেকে কাজ শুরু করুন। তা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বকেয়া মজুরিসহ ৫ দফা দাবিতে মঙ্গলবারও রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৬/মাহবুব