রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠেছে চট্টগ্রাম। বুধবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ভূমিকম্পে নড়ে ওঠে চট্টগ্রামসহ আশপাশের এলাকা। এর উৎপত্তিস্থল মিয়ানমারে। ভূমিকম্পের গভীরতা ছিল ১২৫ কিলোমিটার।
এদিকে চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, প্রাথমিক ভাবে চট্টগ্রামে সবচেয়ে বেশি মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও জানমালের বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নগরীর ওয়াসার মোড়ের দু’টি বিল্ডিং খানিকটা হেলে পড়েছে এবং নিচের মাটিও সরে গেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, ভূমিকম্পে বিমানবন্দরের মূল ভবনের কোনো ক্ষতি হয়নি। তবে ভবনের সামনের অংশের ছাউনির পলেস্তারা খসে পড়েছে।
এদিকে ভূমিকম্পের সময় আতঙ্কে নগরীর বহুতল ভবনের বাসিন্দারা নিচে খোলা জায়গায় নেমে আসে। কেউ কেউ আতঙ্কগ্রস্ত হয়ে এদিক সেদিক ছুটতে থাকে। ভয়ে শিশুরা কান্নকাটি শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা বিশু কুমার দাশ জানান, কম্পনটা জোরালো হলেও প্রাথমিকভাবে এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন