মৌলবাদের রক্তচক্ষু, সমাজ ও পরিবারের অবক্ষয়কে পেছনে ফেলে মানবিক হওয়ার আহবান জানিয়ে রমনা বটমূলে বঙ্গাব্দ ১৪২৩ কে স্বাগত জানালো ছায়ানট।
এদিন, সূর্যে উঠার সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে রমনার বটমূলে ছায়ানটের শিল্পীরা গান ও কবিতার মূর্চ্ছনায় বিমোহিত করে রাখে বিভিন্ন স্থান থেকে আসা দর্শক-শ্রোতাদের।
লালন, রবীন্দ্র, নজরুলসহ দেশের মরমী শিল্পীদের গান পরিবেশনার পাশাপাশি ছিল কবিতা পাঠ। মানুষের মন মননকে নারা দেয়ার এ গান পিনপতন নীরবতায় উপভোগ করেন সুর সমঝদার মানুষেরা।
সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে রমনা বটমূলে ছায়ানটের আয়োজন শুরু হয়। তবে এর আগে ছায়ানট সভাপতি সনজীদা খাতুনের পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সারোয়ার আলী।
তিনি বলেন, 'প্রায় পঞ্চাশ বছর আগে এদেশের বুদ্ধিদীপ্ত মানসিকতাকে কেড়ে নিতে চেয়েছিল একদল শেকড় বিচ্ছিন্ন মানুষ। কিন্তু স্বাধীসিকতায় উজ্জীবিত মানুষ তা করতে দেয়নি। নিরন্তর বাঙালিত্বের চর্চা করে চলে এদেশের প্রাণোচ্ছল মানুষ।'
তিনি বলেন, 'ধর্ম মানুষকে আশ্রয় দেয়, শৃঙ্খলিত করে। কিন্তু কিছু মানুষ ব্যক্তিস্বার্থে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বর্ষবরণের মাধ্যমে আমরা মানবিকতার জয়গান করি। মানুষকে মানবিক হওয়ার আহবান জানাই। আমরা বিশ্বাস দেশজ চেতনার উজ্জীবিত মানুষ সকল অন্ধকার অজ্ঞতা ও মৌলবাদী চিন্তাকে রূখে দেবে।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব