ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী শিক্ষার্থীদের বই পড়ার গুরুত্বের কথা তুলে ধরে বলেন, আমাদের শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশে বেশি করে বই পড়তে হবে। মেধা ও জ্ঞানের বিকাশে বইয়ের কোনো বিকল্প নেই।অভিভাবকরা তাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানদের বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে। আজ বেলা পৌনে ১২টার দিকে ঢাবিতে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি ।
তিনি বলেন, আমরা যদি শিক্ষার্থীদের বাংলার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানাতে না পারি তাহলে সেটি হবে আমাদের ব্যর্থতা। যখন একটি সন্তান ভালো ফলাফল করে তখন আমরা তার প্রশংসা করি। আর খারাপ কাজ করলে সমালোচনায় মাতি। কিন্তু আমাদের উচিত সন্তানের ভালো এবং মন্দ সবকিছু বিবেচনায় রাখা।
জানা যায়, দ্বিতীয় বারের মতো ঢাবিতে অনুষ্ঠিত হচ্ছে এই নন-ফিকশন বইমেলা ২০১৬। বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তার আয়োজনে এই মেলার পৃষ্ঠপোষকতায় করছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, সিম্ফনি মোবাইল, ইস্পাহানী, ওয়ালটন, এক্সিম ব্যাংক, প্রাণ ও মার্কেট প্লাস।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/14