নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের পরিস্থিতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। আজ শনিবার নির্বাচন কমিশনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সিইসি বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর আছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবিষ্যতে পরিস্থিতির আরও উন্নতি হবে। সুতরাং, সেখানে সেনা মোতায়েনের কোন প্রয়োজন আছে বলে মনে করছি না।
বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ