রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) চালানো জরিপকে হাস্যকর এবং ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘জরিপে বলা হয়েছে, এখন নির্বাচন হলে আওয়ামী লীগ শতকরা ৩৮ ভাগ, বিএনপি শতকরা ৫ ভাগ ভোট পাবে। জরিপটি শুধু হাস্যকরই নয়; এটি সত্যের অপলাপ মাত্র। জরিপকারীরা কীভাবে তথ্য, উপাত্ত, নমুনা সংগ্রহ ও পর্যালোচনা করেছেন, তা গভীর ষড়যন্ত্রেরই অংশ। বাস্তবের সঙ্গে এই জরিপের বিন্দুমাত্র মিল নেই।’
তিনি বলেন, দেশে মানবাধিকার আজ ভূলুণ্ঠিত, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং দেশজুড়ে খুনের উৎসব চলছে। নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা, বন্দুকযুদ্ধ-ক্রসফায়ার-বিচারবহির্ভূত হত্যা তো চলছেই। এমন জুলুমবাজ সরকারের পক্ষে কতটুকু জনমত থাকবে সেটা উপলব্ধি করা খুব কঠিন নয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা। এটি গণতন্ত্র, নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণের মতো সরকারি বিভিন্ন প্রকল্প এবং রাষ্ট্রে বহুদলীয় পদ্ধতি ফেরাতে কাজ করে।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব