দ্বিতীয় দফায় ময়নাতদন্ত শেষে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ রবিবার রাতে দাফন করা হবে। রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে তার ময়নাতদন্ত শেষে হওয়ার পর চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেয় দিয়াজের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি।
সিআইডি’র চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে বিকেল ৪টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয় দিয়াজের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি। দিয়াজের পরিবার চাইলে রোববার রাত ১২ টা-একটার ভেতর মরদেহ ঠিক একই জায়গায় দাফন করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে দিয়াজের বড় বোন জুবাঈদা সরোয়ার চৌধুরী নিপা বলেন, ‘আমরা এখন পথিমধ্যে আছি। কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রামে পৌঁছাতে পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছার পর পরই দিয়াজের মরদেহ দাফন করা হবে।’
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব